ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,১৫ ডিসেম্বর : রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় অভিযান চালিয়ে আজ রবিবার বিপুল পরিমাণ ওএমএসের আটা ও চালসহ ১৮ জনকে আটক করা হয়েছে। এনএসআইয়ের তত্ত্বাবধানে র্যাব-১০ এর সহযোগতিায় এসব মালামাল আটক করা হয়। র্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রটের অধীনে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ওএমএস-এর এসব আটার মূল্য ১৬ টাকা। কিন্তু পুনরায় রি-প্যাকিং করে ওই আটা ও ময়দা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রির প্রস্তুতি চলছিল। এ অভিযান চালিয়ে ৫০ টন আটা ও ২৭ হাজার ৯৭০ কেজি চালসহ একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। এসময় আরও বেশকিছু লবণের বস্তাও জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, লবণের দাম বৃদ্ধির গুজবের সময় এই লবণ মজুদ করে রাখা হয়েছিল।