ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,২৮ অক্টোবর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন। তিনি চিকিৎসায় সন্তুষ্ট ও খুশি।আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যগত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে আয়োজিত এক প্রেসব্রিফ্রিংয়ে মাহবুবুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, গত সাত মাস আগে খালেদা জিয়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বাতজ্বরজনিত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময়ের চিকিৎসায় বেশিরভাগ অসুখের উন্নতি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে অবস্থা স্থিতিশীল রয়েছেবিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়ার বাতজ্বরের আধুনিক চিকিৎসার শুরু করার জন্য এক ধরনের ভ্যাকসিন নেয়া প্রয়োজন। কিন্তু তিনি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না। চিকিৎসকরা তাকে কাউন্সেলিং করে যাচ্ছেন।তিনি আরো বলেন, ভর্তির সময় থেকে শুরু করে গত ৭ মাসে উনার অবস্থার কোনো কোনো ক্ষেত্রে বেশ উন্নতি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে। বাট উনার অবস্থার কোনোভাবেই কোনো অবনতি ঘটেনি।… এ পর্যন্ত উনার চিকিৎসা ভালো হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসার্থে গঠিত মেডিকেল টিমের প্রধান ও বিএসএমএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার, এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন প্রমুখ।প্রতিদিনই খালেদা জিয়ার রক্তচাপ ও শর্করার পরিমাণ মেপে দেখা হচ্ছে জানিয়ে প্রধান অধ্যাপক জিলন মিঞা বলেন, “আমি গত পরশুদিনও পৌনে এক ঘণ্টা ম্যাডামকে দেখেছি। প্রায়ই আমি উনাকে দেখি।… ম্যাডাম খুশি, খুব ইম্প্রেসিভ, উনি সব সময় হাসি-খুশিতে কথা বলেন।”খালেদা জিয়া ২৮ বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন জানিয়ে এই চিকিৎসক বলেন, এটা নিরাময়যোগ্য নয়। তবে নিয়মিত চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকবে।