বগুড়ায় মাইন ও গ্রেনেড উদ্ধার

SHARE
SAMSUNG CAMERA PICTURES

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বগুড়া প্রতিনিধি,২৭ অক্টোবর : বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি মাইন ও তিনটি গ্রেনেড পাওয়া গেছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘির রামপুর গ্রামের মছোর নামের পুকুর পাড়ে এগুলো পাওয়া যায়।জানা গেছে, শনিবার বিকেলে কয়েকজন শিশু গ্রামের পশ্চিমে মছোর নামক পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় ইউসুফ (৮) নামের এক শিশু ধান কাটা কাচি দিয়ে ওই পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় এগুলো বের হতে থাকে। একে একে ৯টি বোমা পায় তারা। বোমাগুলো খেলনা হিসাবে তারা খেলা করার সময় গ্রামবাসী দেখতে তা পেয়ে তাদের কাছ থেকে বোমাগুলো নিয়ে একটি বালতির পানিতে ডুবে রেখে থানা পুলিশে খবর দেন।

শনিবার রাত সাড়ে ৮টায় পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওসি জালাল উদ্দীন জানান, এইসব বোমা পরিত্যক্ত বলে মনে হয়েছে। এসব বোমার গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে।