ঢাবির হল থেকে অস্ত্র ও মাদকসহ দুই শিক্ষার্থী আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০৯ অক্টোবর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একটি কক্ষ থেকে অস্ত্র ও মাদকসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের পুলিশে সোপর্দ করেছে।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুহসীন হলের ১২১ নম্বর কক্ষে অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। অভিযানে অস্ত্র ও মাদক ছাড়াও পাওয়া গেছে দুটি সিসি ক্যামেরা, লাঠি, হাতুড়ি ও বঁটি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।আটক দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক উপসম্পাদক হাসিবুর রহমান ও  সাবেক অর্থবিষয়ক উপসম্পাদক আবু বকর। হাসিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আর আবু বকর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে থানায় দেয়া হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।