ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুমিল্লা প্রতিনিধি,০৬ অক্টোবর : টাকার বিনিময়ে কমিটি দিতেন কুমিল্লা উত্তর জেলা আ. লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকার অভিযোগে নেতাদের তোপের মুখে পড়লেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকার। শুক্রবার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তোপের মুখে পড়ে সভাস্থল ত্যাগ করেন তিনি।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতারা তাঁদের বক্তব্যে সভাপতি আব্দুল আউয়াল সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে বিভিন্ন উপজেলায় দলের কমিটি অনুমোদনের সুপারিশ করার অভিযোগ তোলেন।
অভিযোগকারী নেতারা হলেন উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ এম হুমায়ূন মাহমুদ, আব্দুল মান্নান জয়, নিজাম উদ্দিন প্রমুখ।
তাঁদের অভিযোগের পরপর উত্তপ্ত হয়ে ওঠে বর্ধিত সভাস্থল। ততক্ষণে জুমার নামাজের বিরতি চলে আসে। সেই সময় সভাস্থল ত্যাগ করে আর ফেরেননি তিনি।
নামাজ শেষে দ্বিতীয় অধিবেশনে উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ।
এ ব্যাপারে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকার বলেন, ‘এমন কোনো অভিযোগ কেউ আমাকে দেয়নি। দুপুরে আমি সভা বাতিল ঘোষণা করে চলে আসি।’
নামাজের পর দ্বিতীয় অধিবেশন হয়, ওই সভায় তাঁর না থাকা প্রশ্নে আব্দুল আউয়াল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
তবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সভার বিরতি দেওয়া হয়েছিল। বাতিল করা হয়নি। পুরো সভা আমি নিজেই পরিচালনা করেছি।’ তথ্য- কুমিল্লার বার্তা।