ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০৬ অক্টোবর : ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর এক দুই দিনের মধ্যে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
আজ রোববার দুপুরে র্যাব সদর দফতরে এ বিষয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
র্যাব ডিজি বলেন, পালানোর জন্য তিনি এমন কৌশল অবলম্বন করেছেন যাতে তাকে সহজে খুঁজে না পাওয়া যায়। ক্যাসিনোবাণিজ্যের সঙ্গে সম্রাট জড়িত বলেও জানান তিনি।
সম্রাটকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা নিজেরাই তো লেখালেখি করেছেন। সো, মূলত আমরা তার সঙ্গে কথা বলব ক্যাসিনো নিয়ে।
বেনজীর বলেন, ক্যাসিনো নিয়ে কাজ করতে গিয়ে একাধিকবার তার নাম পেয়েছি। গণমাধ্যমেও আপনারা লেখালেখি করেছেন।
প্রসঙ্গত আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র্যাব।