ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,২৮ সেপ্টেম্বর : আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন । ১৯৪৭ সালের ২৮ শে সেপ্টেম্বর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম স্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা জন্ম গ্রহন করেন । রবীন্দ্রনাথ ঠাকুর এর ভাষায় ‘ জন্মদিন আসে বারে বারে /মনে করাবারে –/ এ জীবন নিত্যই নূতন / প্রতিপ্রাতে আলোকিত / পুলকিত দিনের মতন । ” ১৯৯৬ সালে বেগম সুফিয়া কামাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আর্শীবাণী দিয়েছিলেন। ‘শেখ হাসিনা সাহসের সাথে সংগ্রামে এগিয়ে অগ্রবর্তিনী হয়ে আমাদের শ্রদ্ধা অর্জন করছেন আর ঘাতক মুষক গোপন থেকে ভীতসন্ত্রস্ত হয়ে পদদলিত হবার আকাঙ্কায় কৃমিকীট হয়ে আত্মগোপন করছে । আল্লাহ সহায় হোন , শেখ হাসিনা অজেয় অমরত্ব লাভ করে সর্বদলের বিজয়েনী হয়ে বিরাজ করুন এই প্রার্থনা আজ সর্বজনার কাছে ’ । সময় গরিয়েছে আর শেখ হাসিনা ক্রমেই ্র্র্র্র্র্ ৃসমৃদ্ধ হয়েছেন ।‘হাসিনা এ ডটার’স টেল ’ যারা দেখেছেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সেই সংলাপের কথা । ‘ মাকে যদি বলতে পারতাম , তোমার হাসু আর আলসে ঘরের মেয়ে নেই । এটাই যে মেয়েটা নাকি গল্পের বই পড়ে . গান শুনে দিন কাটিয়ে দিতে চেয়েছিল সেই মেয়েটিই এখন বাঙ্গালি জাতির পরিত্রাণ কর্তা । বাঙ্গালি জাতির বিকল্পহীণ অবলম্বন । আজ পৃথিবীর সর্বত্র শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয় । এটা একদিনে হয়নি । তিনি অনেক কারনে বাঙালি জীবনে জরুরী ; জরুরী থাকবেন । সৃষ্টিশীলতা তাঁকে অমরত্ব দান করবে । এটাও তিনি অসম্ভব পরিশ্রম করে অর্জন করেছেন । রাজনীতিতে তাঁর নিত্য যাওয়া আসা ছিল । কিন্ত দায়িত্ব গ্রহনের আগাম বার্তা ছিল না । এবারের জন্মদিনে তিনি দেশের বাইরে নিউইর্য়ক এর জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে খুবই ব্যস্ততম সময় পার করছেন । গত ০৫ দিনে গড়ে ৪ থেকে ৫ টি বড় গুরুত্বপূর্ণ সভায় যোগদান করেছেন ।এ যেন সেইরবীন্দ্রনাথের অমর গীতিকবিতার অমোঘ উচ্চারণ । ‘ক্লান্তি আমায় ক্ষমা করে প্রভু ’ । শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি সোজাসুজি স্পষ্ট করে বলতে পারেন । এটাও তাঁর জন্মসূত্রে যাওয়া । বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ’ তে আমরা দেখতে পেয়েছি । আমি কথা চিবাই না , যা ভাল মনে করে ফেলি , ভুল হলে তা সংশোধন করি । বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু হত্যাকান্ডের ২১ বছর পর আওয়ামীলীগকে রাস্ট্রক্ষমতায় নিয়ে আসেন । সরকার গঠন করার চার মাসের মধ্যে জাতি সংঘের সাধারন অধিবেশনে ভাষণ দিয়েছিলেন । পিতা বঙ্গবন্ধু ১৯৭৪ সালের জোট নিরপেক্ষ সম্মেলনে দৃপ্তকন্ঠে বলেছিলেন , “বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত , শোষক আর শোষিত । আমি শোষিতের পক্ষে ।” ১৯৯৬ সালের তৎকালীণ বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে অনেক কিছুই বলা না বলার বিষয় থাকতো । বিশ্ব সভায় বাংলাদেশের অবস্থান ছিল খুবই দূর্বল , নতজানু । সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ অক্টোবর একবারেই স্পষ্ট করে বলে দিলেন , “বিশ^ব্যাপী পুঁজি, বাণিজ্য ও সেবা প্রবাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুকূলে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং সেমিনারে জোরালো যুক্তি প্রদর্শন করা হয়। আমরা মনে করি, এর পাশাপাশি শ্রমিকদের গমনাগমনের ওপর বিধি-নিষেধের নিয়ন্ত্রণ শিথিল করার পদক্ষেপ নেয়া যেতে পারে। এ বিষয়টি নিশ্চিতভাবে খোলামনে কোনোরূপ বৈষম্য ছাড়াই যথেষ্ট গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। ইতিহাস দৃঢ়ভাবে সাক্ষ্য দেয় যে, উন্নত জীবনের সন্ধানে অভিবাসনকারীরা স্ব-স্ব অভিবাসনের দেশকে দরিদ্র নয়; বরং বিত্তশালী করেছে, উন্নত করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থাপিত প্রতীকটি যা ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল, তা বিশ্বব্যাপী মুক্তির প্রতীক-মূর্তি হিসেবে স্বীকৃত। আমাকে বলা হয়েছে যে, মেঘমুক্ত দিনে জেএফকে বিমানবন্দরে অবতরণের সময় আকাশ থেকে এটি ক্ষণিকের জন্য দেখা যায়। এই মূর্তি-প্রতীকের একটি দিক আমেরিকার বাইরে ততটা সুবিদিত নয়। এই মূর্তির পাদদেশে রয়েছে একটি ভাঙা শিকল, যার প্রতীকী অর্থ হচ্ছে স্বাধীনতার পুনঃআবিষ্কার। এবং এর পাদদেশে একটি ফলকের ওপর Emmo Lazrus-এর The New Colossus থেকে একটি অমর বাণী খোদাই করা আছে। এই বাণীটি আমি উদ্ধৃত করছি-
“Give me your tired, your poor
Your huddled masses yerning to breath free,
The wretched refuse of your teeming shore,
Send these, the homeless, tempest tossed, to me,
I lift my lamp beside the golden door!”তাই নিউইর্য়ক এবং এই বিশ্ব সংস্থা নিঃসন্দেহে বিশ্ব সম্প্রদায়ের সামনে আন্তর্জাতিক অভিবাসনের ইস্যুটি উপস্থাপন করার জন্য যথার্থ স্থান। ১৯৯৬ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সেই ভাষণের প্রতিটি অধ্যায় সৃজনশীল কুটনৈতিক দ্যোতনায় পরিপূর্ণ ছিল । সেই ঐতিহাসিক ভাষণের কয়েকটি এই পরিসরে উৎকলন করা যেতে পারে । “ আমরা কেমন ভবিষ্যৎ প্রত্যাশা করি, মানস চক্ষে দেখি? বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগে এ ধরনের এক গীতিময় ভবিষ্যৎ স্বপ্নের রূপরেখা তার কবিতায় মেলে ধরেছেন-“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
‘জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণ তলে দিবস শর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি’
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়”১৯৯৬ সালে বেগম সুফিয়া কামাল শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আর্শীবাণী দিয়েছিলেন এইভাবে । ‘শেখ হাসিনা সাহসের সাথে সংগ্রামে এগিয়ে অগ্রবর্তিনী হয়ে আমাদের শ্রদ্ধা অর্জন করছেন আর ঘাতক মুষক গোপন থেকে ভীতসন্ত্রস্ত হয়ে পদদলিত হবার আকাঙ্কায় কৃমিকীট হয়ে আত্মগোপন করছে । আল্লাহ সহায় হোন , শেখ হাসিনা অজেয় অমরত্ব লাভ করে সর্বদলের বিজয়েনী হয়ে বিরাজ করুন এই প্রার্থনা আজ সর্বজনার কাছে ’ । ১৯৬২ সালের দুর্বার ছাত্র অন্দোলন ও স্বায়ত্তশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবীর সমর্থনে দেশব্যাপী গণঅন্দোলনের সময় ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন । শেখ হাসিনা ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভ’মিকা পালন করেন । ১৯৬৬- ৬৭ সালে তিনি ইডেন কলেজ ( বর্তমান বদরুন্ন্সো মহাবিদ্যালয় ) ছাত্রী সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে সহ – সভানেত্রী নির্বাচিত হয়ে জনপ্রিয়তা প্রমাণ করেন । ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভ’মিকা পালন করেন । ’৬৯ সালের রাজপথের মিছিলে তাঁকে খুবই সক্রিয় থাকতে দেখা গেছে । ১৯৮০-র দশকে (১৯৮১ ) বাংলাদেশের রাজনীতির এক জটিল , কুটিল ও ভয়ঙ্কর ত্রাসমূলক ফ্যাসিস্ট সামরিকতন্ত্র ও তাদের আজীবন সঙ্গী ধর্মব্যবসায়ী , মিথ্যাচারী ও সুবিধাবাদী রাজনীতির আর্বতের মধ্যে গণতন্ত্র , মানবাধিকার ও সিভিল সুশাসনের ঝান্ডা হাতে জীবনের ঝুঁকি নিয়ে আর্বিভ’ত হন । আšতর্জাতিক মহলের এদেশীয় সাঙ্গতরা আমাদের মধ্যে আত্মঘাতী মূঢ়তার শক্তিকে নানাছলে উসকানি দিয়ে চলেছে (১৫ ফেব্রুয়ারি, দৈনিক ইত্তেফাক)। দৈনিক ইত্তেফাকের ১৫ ফেব্রুয়ারি ১৯৮১ সালের সংখ্যা থেকে জানতে পারি কীভাবে শেখ হাসিনা ওই সময়ে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন। সেই সংবাদের শিরোনাম ছিল ‘আত্মশুদ্ধির মাধ্যমে এগিয়ে যান।’ ঐতিহাসিক হোটেল ইডেনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বৈরুত থেকে আগত ফিলিস্তিনি মুক্তি সংস্থার রাজনৈতিক শাখার পরিচালক জনাব জাকারিয়া আব্দুর রহিম তার শুভেচ্ছা বক্তৃতায় শেখ মুজিবের মৃত্যুকে সারা বিশ্বের সংগ্রামরত জনগণের জন্য বেদনাবহ ঘটনা হিসেবে উল্লেখ করেছিলেন। এক দশক দুই দশক পরে হলেও বাংলাদেশে শেখ মুজিবের উত্তরসূরি আবার ক্ষমতায় আসবেÑএ কথাও তিনি বলেছিলেন। তাঁর কথা শেষ পর্যন্ত বাস্তব রূপ পেয়েছে।১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ছ’বছর যন্ত্রণাদগ্ধ প্রবাসী জীবন কাঁটিয়ে স্বদেশে ফিরে আসেন । আমরা কি এখন ভাবতে পারি , শেখ হাসিনা কত দু:খ কস্ট এক জীবনে পেয়েছেন । শুনেছি বঙ্গবন্ধু’র হত্যাকান্ডের কথা জানিয়েছিলেন । সেই সাথে বিশ্ববাসী জানিয়ে দিয়েছিলেন , পৃথিবীর বড় বড় দেশের নেতারা সেটা উপলব্ধি না করলেও বিশ্বের সব অভিবাসীর ন্যায়সঙ্গত লড়াইয়ের শেখ হাসিনা আছেন এবং সব সময় থাকবেন । ১৯৬২ সালের দুর্বার ছাত্র অন্দোলন ও স্বায়ত্তশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবীর সমর্থনে দেশব্যাপী গণঅন্দোলনের সময় ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন । শেখ হাসিনা ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভ’মিকা পালন করেন । ১৯৬৬- ৬৭ সালে তিনি ইডেন কলেজ ( বর্তমান বদরুন্ন্সো মহাবিদ্যালয় ) ছাত্রী সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে সহ – সভানেত্রী নির্বাচিত হয়ে জনপ্রিয়তা প্রমাণ করেন । ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভ’মিকা পালন করেন । ’৬৯ সালের রাজপথের মিছিলে তাঁকে খুবই সক্রিয় থাকতে দেখা গেছে । ১৯৮০-র দশকে (১৯৮১ ) বাংলাদেশের রাজনীতির এক জটিল , কুটিল ও ভয়ঙ্কর ত্রাসমূলক ফ্যাসিস্ট সামরিকতন্ত্র ও তাদের আজীবন সঙ্গী ধর্মব্যবসায়ী , মিথ্যাচারী ও সুবিধাবাদী রাজনীতির আর্বতের মধ্যে গণতন্ত্র , মানবাধিকার ও সিভিল সুশাসনের ঝান্ডা হাতে জীবনের ঝুঁকি নিয়ে আর্বিভ’ত হয়েছিলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণতন্ত্রের আলোকবর্তিকা’ , বলিষ্ঠ একজন সমাজ সংস্কারক। ইউনেস্কোর সাবেক প্রধান ইরিনা বোকোভা বলছিলেন , ‘সাহসী নারী’ হাসিনা সবাইকে পথ দেখাচ্ছেন । ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে শেখ হাসিনাকে ‘ ভ্যাকসিন হিরো ’ উপাধিতে ভূষিত করা হয়েছে । নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারে স্বীকৃতি স্মারক ‘শান্তি বৃক্ষ’ দেয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ইউনেস্কোর প্রধান।শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ অভিহিত করে জাতিসংঘের এ সংস্থাটির প্রধান বলেছেন, নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চের ‘জোরালো এক কন্ঠ’। শেখ হাসিনার নিপীড়িত মানুষের ভালবাসা পেয়েছেন । গফর গাঁও এর রিকসাচালক শেখ হাসিনার জমি কিনে থুয়ে যায় । পাঠকদের অনেকই হয়তো জেনে থাকবেন গঁফরগাঁয়ের সেই হাসমত আলীর কথা , একজন গরীব রিক্সা চালক । মৃত্যুর আগে হাসমত আলী তাঁর স্ত্রী রমিজা খাতুনকে শেষ ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন । ২০১০ সালের ৪ এপ্রিলের সকাল বেলা কালের কন্ঠের সাংবাদিক হায়দার আলীকে জড়িয়ে ধরে রমিজা খাতুন কাঁদলেন। বললেন, ‘মরার আগে কাদিরের বাপ (হাসমত আলী) জমির দলিলডা হাতে দিয়া আমারে কইছিল, আমি মইরা গেলে আমার এতিম মাইডার কাছে (শেখ হাসিনা) জমির দলিলটা পৌঁছাইয়া দিবি। অহন দলিলডা তাঁর হাতে দিয়া যাইতে পারলে আমি মইরাও শান্তি পামু।’শেখ হাসিনা বোঝেন জনগণের সুখ দু:খ , বোঝেন তাদের নাড়ির টান । যেকারনে প্রয়াত কথা সাহিত্যিক শওকত ওসমান গাফফার চৌধুরীর হাত ধরে বলেছিলেন , “গাফ্ফার দোহাই তোমায় , হাসিনার সমালোচনা করো না । দীর্ঘকাল ধরেই তো চারিদিকে তাকিয়ে দেখছি , এত জ্ঞানী গুণী , ডান – বামের বড় বড় নেতা। মুখে হাসিনার এত নিন্দা ও সমালোচনা । কিন্তু ক্রাইসিসের সময় হাসিনা ছাড়া কাউকে দেখি না । ”লেখক : রাজনৈতিক বিশ্লেষক; প্রধান সম্পাদক – এবিনিউজ টোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক বাংলা বিচিত্রা।