বিআরটিএর কাছে ব্যক্তিগত গাড়ির তালিকা চেয়েছে দুদক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,২৫ সেপ্টেম্বর : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে গত পাঁচ বছরে ২৫০০ সিসি বা তার বেশি ক্ষমতাসম্পন্ন যেসব ব্যক্তিমালিকানাধীন গাড়ির নিবন্ধন দেওয়া হয়েছে তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার বিআরটিএ চেয়ারম্যানের কাছে পাঠানো দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) আ ন ম ফিরোজের এক চিঠিতে অবিলম্বে এসব তথ্য দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, ‘বিগত পাঁচ বছরে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ২৫০০ বা তদূর্ধ্ব অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জীপগাড়ির তালিকা সংযুক্ত ছক মোতাবেক প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’চিঠির সাথে একটি ফরমও দেওয়া হয়েছে।এর আগে গত বছরের ২৮ জুন একই বিষয়ে অনুরোধ করে বিআরটিএর চেয়ারম্যানকে দুদকের তৎকালীন মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী চিঠি দিয়েছিলেন।