নিরাপত্তাহীনতায় কুমিল্লার হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,হোমনা প্রতিনিধি,২৪ সেপ্টেম্বর : কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের নৌকার মনোনীত চেয়ারম্যান রেহানা বেগম নানাহ হুমকির মুখে নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে থানায় একটি দরখাস্ত জমা দিয়েছেন।
গত ২১ সেপ্টেম্বর তিনি নিজে স্বাক্ষর করে থানা পুলিশের সহযোগিতা কামনা করেন এবং এর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমনা, পুলিশ সুপার, কুমিল্লা (এসপি) ও জেলা প্রশাসক, কুমিল্লা (ডিসি) কে অনুলিপি প্রদান করা হয়।
আবেদন তিনি উল্লেখ্য করেন, তাঁর অফিস ও অফিস ক্যাম্পাসের বাহিরে অনাকাঙ্ক্ষিত ও অপরিচত ব্যক্তিদের আনাগোনা বেড়েছে।
অফিসে কর্তব্যরত অবস্থায়, অথবা অফিস থেকে বের হলে বা কোন সভা-সেমিনারের যাওয়ার পথে তাঁকে উদ্দেশ্য করে অযাচিত হুমকি-ধমকি দেয়া হচ্ছে।
এমতাবস্থায় তিনি স্বাভাবিকতা বজায় রেখে অফিসিয়াল কর্মকান্ড পরিচালনা করতে ব্যঘাত হচ্ছে এবং এটি গভীর ষড়যন্ত্র উল্লেখ করে নির্বিঘ্নে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার লক্ষে পুলিশি নিরাপত্তা চেয়েছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। এ বিষয়ে হোমনা থানা ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বি বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং আইনগত প্রক্রিয়া চলছে। মোবাইল ফোনে জানতে চাইলে অভিযোগের অনুলিপি পেয়েছেন বলে জানান হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।