ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাপক যানজট

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০৯ আগস্ট : মাত্র দুদিন পরই ঈদ। ঢাকা-আরিচা মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন যানবাহনের চাপ বেড়ে গেছে। এ কারণে এসব যানবাহন ধীরগতিতে চলছে। এতে গন্তব্যে যেতে দ্বিগুণ সময় লাগায় দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। এদিকে চাপ রয়েছে পাটুরিয়া ঘাটেও। লঞ্চঘাটেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।মানিকগঞ্জ-পাটুরিয়া মহাসড়কে গাড়ি চলছে থেমে থেমে। সকাল থেকেই এ রুটের বেশ কিছু স্থানে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়েছে। ভুক্তভোগী রাজবাড়ীগামী সোহাগ নামের একজন জানান, ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত পুরো সড়কেই থেমে থেমে গাড়ি চলছে। বেশ কিছু যায়গায় যানবাহনের এলোমেলো চলাচলে এই সমস্যা আরো বেড়েছে। পাটুরিয়া ঘাটের প্রায় তিন কিলোমিটার আগেই লোকাল বাসগুলোকে আর ঘাট এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে যাত্রীরা হেঁটেই ঘাটে যাচ্ছেন। এতে ভোগান্তি আরো বেড়েছে। এছাড়া পাটুরিয়া ঘাটে বাস-ট্রাকের লম্বা লাইন রয়েছে।

ফরিদপুরের ভাঙ্গাগামী যাত্রী ফরিদা বেগম, নাছিমা আক্তার জানান, নবীনগর থেকে সকাল ছয়টার সময় গাড়িতে উঠে তারা। বেলা বারটার সময় পাটুরিয়া  এছে পৌঁছান। এছাড়া গাড়িতে অনেক বেশী ভাড়া নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। চারটি ঘাট সচল রয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, এ রুটে চারটি ঘাট সচল রয়েছে এবং ১৯টি ফেরি সঠিকভাবে চলাচল করছে। গাড়ির চাপ বেশী থাকার কারণে ঘাটে যাত্রীদের কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় ঘাটে গাড়ি পারাপারে অসুবিধা হবে না।