নিরাপত্তাজনিত কারণে গত ১৮ নভেম্বর থেকে সরকারের নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশে বন্ধ আছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই খুলে দেয়া হবে। তবে কবে খুলে দেয়া হবে তা নির্দিষ্ট করে বলা হচ্ছে না। ফলে বাংলাদেশি ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে না পারায় অ্যালেক্সা র্যাংকিংয়ে পিছিয়েছে ফেসবুক।
তবে শুধু বাংলাদেশে পিছিয়েছে ফেসবুক। অ্যালেক্সা’র বাংলাদেশের র্যাংকিং তালিকায় ফেসবুক এক নম্বরে থেকে চার নম্বরে নেমে গেছে। বর্তমানে এক নম্বরে রয়েছে গুগল, দুই নম্বরে গুগল বিডি, তিন নম্বরে ইউটিউব এবং শীর্ষস্থান হারিয়ে ফেসবুক এখন চার নম্বরে। এই তালিকায় বাংলাদেশে দীর্ঘদিন যাবত এক নম্বরে ছিল ফেসবুক। ওয়ার্ল্ড র্যাংকিংয়ে যথারীতি দুই নম্বরে রয়েছে ফেসবুক।