ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর সারাদেশে জরুরি অবস্থা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে গত শুক্রবার রাত থেকে আরোপিত ওই জরুরি অবস্থা একটানা তিন মাস বলবৎ রাখতে চাইছেন। আসন্ন জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত নিতে চাইছেন বলে এক গোপন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই রাজনৈতিক সূত্রটি বলেছে, ‘তিনি রবিবার আমাদের কাছে দেশে আরোপিত জরুরি অবস্থা একটানা ৩ মাস বলবৎ রাখার আগ্রহ প্রকাশ করেছেন।’ তবে ফ্রান্সে ১২ দিনের বেশি জরুরি অবস্থা বহাল রাখার নিয়ম নেই। দেশে এর বেশি দিন ধরে জরুরি অবস্থা চাইলে ওলাঁদে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
এদিকে আগামী ৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। ১২ দিনব্যাপী ওই সম্মেলনে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর অংশ নেবে।
এদিকে, ফরাসি পুলিশ শুক্রবারের হামলায় সংশ্লিষ্ট এমন সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করেছে। বেলজিয়ামে জন্ম নেয়া এই ব্যক্তির নাম আবদেসাম সালাহ (২৬)। তাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে পুলিশ। হামলার পরপরই ৭ হামলাকারী নিহত হয়েছে বলে ফরাসি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে শুক্রবার দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফরাসি হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছে ৩৬২ জন। এদের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।