গণফোরামের সাধারণ সম্পাদক হলেন ড. রেজা কিবরিয়া

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০৫ মে : জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সভাপতি পদে আবারও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বর্তমান সভাপতি ড. কামাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।  যোগদানের মাত্র পাঁচ মাসের মাথায় গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।আজ রবিবার (৫ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া বলেন, ‌‘আমি ড. কামাল স্যারের নেতৃত্বে খুবই খুশি ও কৃতজ্ঞ। দায়িত্ব নিয়েই আমি সবার জন্য কাজ করবো। তাদের নিয়ে কাজ করবো, যাদের নিয়ে কেউ করবে না।’এর আগে ২০১৮ সালের ১৮ নভেম্বরে গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দেন রেজা কিবরিয়া।  তার বাবা আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে হবিগঞ্জে এক বোমা বিস্ফোরণে নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত দুই মামলায় একাধিক বিএনপি নেতাকে আসামি করা হয়। তবে তার জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত গ্রহণে আলোচনার ঝড় ওঠে দেশের রাজনৈতিক অঙ্গনে। সে সময় তিনি জানান, বাবার হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।সংবাদ সম্মেলনে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়। দলটির সভাপতি হিসেবে বহাল আছেন ড. কামাল হোসেন। নবঘোষিত কমিটিতে গণফোরামের বর্তমান সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।