ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,২৩ এপ্রিল : ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্য দিয়ে হিজড়া সম্প্রদায় তাদের পরিপূর্ণ অধিকার পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী। এতে তাদের নাগরিক দায়িত্ববোধ আরও বেড়ে যাবে।’ তাই তিনি হিজড়া সম্প্রদায়ের লোকজনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা হলরুমে প্রথম ধাপের নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
নির্বাচন কমিশনার বলেন, ‘আজ থেকে দেশব্যাপী নতুন ভোটার ও জাতীয় পরিচয় হালনাগাদ করণের কাজ শুরু হয়েছে। এবার থেকে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের ভোট প্রদানের সুযোগসহ নাগরিকত্ব সুবিধা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদের জন্য তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের কয়েক জনের তথ্য সংগ্রহ করা হয়।’