নুসরাতকে সিঙ্গাপুরে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০৮ এপ্রিল : ফেনীর সোনাগাজীর ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিল্পব বড়ুয়া নুসরাতকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসেন। তাকে লাইফ সাপোর্টে দেখার পর বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেনকে সঙ্গে নিয়ে তিনি কথা বলেন।

গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু আগে আমাকে ফোন করে বলেছেন নুসরাতকে যাতে সিঙ্গাপুরে পাঠানো হয়। তিনি নুসরাতের স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, নুসরাতের অবস্থা যদি সিঙ্গাপুরে পাঠানোর মতো হয়, তাহলে তাকে যেন দ্রুত পাঠানো হয়।’

‘প্রধানমন্ত্রীর নির্দেশ পাবার পর আমি সিঙ্গাপুরে নুসরাতের সকল কাগজপত্র পাঠিয়েছি। তারা রেসপন্স করলে আমরা নুসরাতকে দ্রুত পাঠিয়ে দিবো,’ বলেন সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘সাধারণত এতো বেশি শতাংশ বার্নের রোগী সিঙ্গাপুর নিতে চায় না। তারপরও আমরা সিঙ্গাপুরে কথা বলছি। আমরা চেষ্টা করছি।’

সামন্ত লাল সেন কথা বলার পর বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন নুসরাতের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। তাই আমি এখানে তাকে দেখতে এসেছি। প্রধানমন্ত্রী নুসরাতকে সিঙ্গাপুর পাঠানো নির্দেশ দিয়েছেন। সরকার সকল খরচ বহন করবে।’

তিনি বলেন, ‘যারা এই অপরাধ করেছে, তাদের বিচারতো হবেই, সঙ্গে আমরা নুসরাতের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিচ্ছি। তাকে যেকোনো মূল্যে সুস্থ করার চেষ্টা আমরা করছি।’