কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা এগিয়ে, দুই কেন্দ্রে পুনরায় ভোট

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার,সহকারী সম্পাদক,০২ এপ্রিল : মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা এগিয়ে, দুই কেন্দ্রে পুনরায় ভোট।

১ এপ্রিল ২০১৯, কুমিল্লার মেঘনায় মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার (নৌকা প্রতীকে) ১৬ হাজার ৯৩৮টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম (আনারস প্রতিকে) ১৫ হাজার ১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া প্রতিকে) ৩ হাজার ৩১১ ভোট এবং মোঃসোহাইল (ইসলামী ঐক্যজোট) ১৫৬ ভোট পেয়েছেন।

মেঘনায় বৈদ্ধ্যনাথপুর সরকারিপ্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চন্দনপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অনিয়মের অভিযোগে স্থগিত করা হয় স্থগিত কৃত সেই ২টি ভোট কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে, দুই কেন্দ্রের ভোটার সংখ্যা ৫০৫২।

নৌকা ও আনারসের ব্যবধান ১৯৩৭, নৌকা এগিয়ে ১৯৩৭ ভোটে। ভোট কেন্দ্র স্থগিত আছে বৈদ্যনাথপুর ও চন্দনপুর কেন্দ্র দুইটি, ভোটের সংখ্যা দুই কেন্দ্রে মোট ৫০৫২। পুনরায় দুইকেন্দ্রে ভোট হওয়ার পর ঘোষণা হবে চেয়ারম্যান।