ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,৩০ মার্চ : বনানীর এফ আর টাওয়ার ও গুলশান-১ এর ডিএনসিসি’র কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের পর এবার রাজধানীর গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের পাঁচ তলায় আগুন লাগে। শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৪৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৩০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে ফায়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের পাঁচ তলায় আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ভবনটি বাংলাদেশের অন্যতম সুউচ্চ ভবন।