আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২৩৪ মেয়র প্রার্থীর চিঠি বিতরণ শেষ হয়েছে। বুধবার দুপুরে এ চিঠি বিতরণ প্রক্রিয়া শেষ হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, যারা দলের মনোনয়ন পেয়েছেন তাদের নামে নৌকা প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিটি মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে জমা দেবেন।
মঙ্গলবার রাত থেকে প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ শুরু হয়। রাত ২টা পর্যন্ত চিঠি বিতরণ করার পর স্থগিত রাখা হয়। বুধবার সকাল থেকে তা আবার শুরু হয়। দুপুর আড়াইটা নাগাদ এ বিতরণ কাজ শেষ হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহবুব চৌধুরী এ ব্যাপারে বলেন, আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রার্থী বাচাই করেছি। দলীয় প্রতীকে এবারের প্রথম নির্বাচন সবার জন্যই গুরুত্বপূর্ণ। আশা করছি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করবে। বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করবে।