ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নাটোর প্রতিনিধি,২৯ আগস্ট : নাটোরের লালপুরের কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের মামলার আসামি চ্যালেঞ্জার পরিবহনের চালক শামিম হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে শহরের স্টেশন রোড থেকে বগুড়া ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে সোপর্দ করা হবে বলে জানান বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর নূর-এ-আলম সিদ্দিকী।
বগুড়া ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার নাটোরে চ্যালেঞ্জার নামের একটি যাত্রীবাহী বাস একটি লেগুনাকে চাপা দিলে ১৫ জন নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। এরপর গত রবিবার দুপুরে বগুড়া সদর থানা পুলিশ শহরের মধ্য পালশা থেকে চ্যালেঞ্জার পরিবহনের মালিক মঞ্জু সরকারকে গ্রেফতার করে।
মঞ্জু সরকার পুলিশকে জানান, তার বাসের চালক শামিমের বাড়ি শহরের মালগ্রামে এবং হেলপার কমলের বাড়ি সদরের গোকুল গ্রামে। তার সরকারের দেওয়া তথ্যে পুলিশ বাসের হেলপার আব্দুস সামাদ ওরফে কমলকে মহাস্থানগড় এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাসের হেলপার বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার আব্দুল বারীর ছেলে।