কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

SHARE

image-10639-1534224750ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কক্সবাজার প্রতিনিধি,১৪ আগস্ট :  কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। নিহতরা হলেন মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার সকালে রামুর পানেরছড়া এলাকায় র‌্যাবের একটি দল ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। একপর্যায়ে টেকনাফ দিক থেকে একটি তেলবহনকারী ভ্যান পৌঁছালে র‌্যাব থামার জন্য সংকেত দেয়। এ সময় চালক দ্রুত গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যেতে চাইলে র‌্যাব সদস্যরা ধাওয়া দেন। একপর্যায়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে গ্রেফতার করা হলেও আরও দুজন পালিয়ে যায়। পরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ সময় ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে।নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।