ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মুন্সীগঞ্জ প্রতিনিধি,১০ আগস্ট : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মকবুল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহিতুল ইসলাম জানান, উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুর্বাসন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে আজ ভোর পৌনে ৪টার দিকে র্যাব অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় ঘটে। এ সময় চার-পাঁচজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, একটি ম্যাগাজিন, ২টি মোবাইল ফোন ও ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির নামে ১২টির মতো মাদক মামলা রয়েছে।