ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ঢাকা প্রতিনিধি,০৯ আগস্ট : গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- ইন্দিরা রোড, রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, ল্যাবরেটরি রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড এলাকা।
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তফা জানান, উল্লেখিত এলাকায় পাইপ লাইন স্থানান্তরের জন্য সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপ লাইন স্থানান্তর কাজ শেষ হওয়া মাত্র গ্যাস সরবরাহ শুরু হবে।