সাতদিনের রিমান্ডে নাউমি

SHARE

image-9883-1533563564ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ঢাকা প্রতিনিধি,০৬ আগস্ট :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনে কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় কুমিল্লায় গ্রেপ্তার হওয়া ব্যারিস্টার মিলহানুর রাহমান নাউমিকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ কথা জানান।

আনিসুর রহমান বলেন ‘আজ  ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি নাউমিকে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করে শাহবাগ থানা পুলিশ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নাউমি নামে কারো কথোপকথনের অডিও ফাঁসের অভিযোগ ওঠে। পরের দিন শনিবার বিকেলে ফোনালাপটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে রাত পৌনে ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

এরপর গতকাল রোববার কুমিল্লার বরুড়া উপজেলার দেউরা গ্রাম থেকে মিলহানুর রাহমান নাউমিকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। নাউমি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেছেন।