মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক: আইনমন্ত্রী

SHARE

image-8851-1532604986ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ঢাকা প্রতিনিধি,২৬ জুলাই :  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনকালীন মন্ত্রিপরিষদের আকার কেমন হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় মতো পরিষ্কার করে জানাবেন।  আজ বৃহস্পতিবার সকালে জাইকা ও আইনমন্ত্রণালয়ের আয়োজনে মামলা জট নিরসন বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা সাজানো নাটক বলেও মন্তব্য করেন মন্ত্রী।এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘নির্বাচনকালীন মন্ত্রিপরিষদের বিষয়ে সময় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করবেন। তবে, এখনো সময় আসেনি। অক্টোবর এখনো দূরে আছে। আমি আপনাদের এইটুকু বলতে পারি। সময় মতো তিনি আপনাদের সবটুকু জানাবেন।তিনি আরও বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর হামলার বিষয়ে ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। ছাত্রলীগ বলেছে, এটার সঙ্গে তারা জড়িত নয়। এই তথ্যের পরে আমার মনে হয় এটা একটা সাজানো নাটক।’