চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

SHARE

full_rab-20180401100650ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম ব্যুরো,২৬ জুলাই : চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী এসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে জাকির হোসেন ও ডালিম শেখ নামে দু’জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। জাকির ও ডালিমের বাড়ি বাগেরহাটের মোঘলগঞ্জে বলে জানা গেছে।

তিনি আরো জানান, ওই তিনজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। র‌্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা গাড়ি না থামিয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।