কক্সবাজারের হিমছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

SHARE

full_2ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম বুরে‌্য,১৯ জুলাই : কক্সবাজারের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সে সময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায়। এরপর র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তখন পাল্টা গুলি ছোড়া হলে তাতে দু’জন আহত হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তাদের বহনকারী গাড়ি থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।