আইনি জটিলতায় ধংশের মুখে মসজিদ

SHARE

downloadইটাল বাংলা টিভি গণসমাবেশে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির অংশগ্রহণ উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস নাগরিক কমিটির সভাপতি জনাব:আবুল কাসেম সিকদার ও অন্যান্য নেতৃবৃন্দ।
পৃথিবিতে সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার এবং সবচচেয়ে উতকৃষ্ট স্থান মসজিদ, সেই মসজিদ বন্ধের পাঁয়তারা করছেন কিছু অদক্ষ ব্যাক্তি এবং ওলামায়ে , তাদের অদক্ষতা অ মসজিদ পরিচালনায় অসচ্ছতার কারনেই ইতালির ভেনিস সরকার বন্ধ করে দিতে চাচ্ছে ভেনিসের বাঙ্গালী কমিউনিটির মসজিদ টি, মসজিদ সকল মুস্লমান ব্যাক্তির, শান্তির স্থান সেখানে দলবাজি বা মাঝহাবির কোন স্থান নেই, পুরান ও এই মসজিদ রক্ষার জন্য ইটাল বাংলা আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন,ইতালিয়ান প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন,

ইটাল বাংলা টিভি গণসমাবেশে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির অংশগ্রহণ উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস নাগরিক কমিটির সভাপতি জনাব:আবুল কাসেম সিকদার ও অন্যান্য নেতৃবৃন্দ।
ইতাল বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক,মোবারক হোসেন ভৈরব পরিষদ ,ভেনিস ইতালি বিশিষ্ট সমাজসেবক,রফিকুজ্জামান ঠাকুর সমস্যা হোক bangladeshi community venice.সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি italy আবুল কাশেম সিকদার ,সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী, রতন বেপারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ venice italy, সেকেন্দার আলী সমাজসেবক তাবলীগের জামায়াত venice italy,রাজ্জাক হাওলাদার, আলী চোকিদার যুবলীগের প্রতিবাদী কন্ঠ ,সাবেক ছাত্রনেতা, আরো উপস্থিত ছিলেন ,আলী হোসেন বেপারী বিশিষ্ট সমাজ সেবক , ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল ঠাকুর , বিশিষ্ট সমাজ সেবক এরফান মাস্টার ,মামুন খান সাবেক ছাত্রনেতা,

বক্তারা ইতালিয়ান ভাষায় উল্লেখযোগ্য তিনটি দাবি উল্লেখ কর

১/স্থায়ী মসজিদ ঘরের জন্য সরকারের বৈধ অনুমোদন ও আইনি জটিলতার সমাধান
২/প্রতি মসজি
দ ঘরের জন্য নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে মাধ্যমে প্রতি দুই বছর অন্তর অন্তর কমিটি করা
৩/ধর্মের নামে যদি ব্যক্তি স্বার্থ উদ্ধারকারীদের এবং ধর্মব্যবসায়ীদের কে ইতালিয়ান আইনের আওতায় আনতে হবে ,
আরো উল্লেখ্য যে একটি বিশেষ মহল নিজেরাই সাধারণ সদস্য
নিজেদেরই বানানো কার্যনির্বাহী কমিটি
একটি সাজানো উপদেষ্টা পরিষদ করে দীর্ঘ 15 বছর যাবৎ একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে,
বাংলা ডেক্স বিশেষ প্রতিনিধি ইউরোপ বুড়োর প্রধান জানান , উল্লেখ্য যে গত তিনদিন আগে একজন বাংলাদেশী ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় এক্সিডেন্ট করে মারা যায় একটি বিশেষ মহল গণ সমাবেশ বানচাল করার জন্য,, একই সময়ে জানাযার অনুষ্ঠানটি তড়িঘড়ি করে করা হয়েছে , গণসমাবেশে জনগণের সম্পত্তি তা কিছুটা কম হলেও ইতালিয়ান প্রশাসনের কাছে এই দাবি গ্রহণযোগ্য হয়েছে বলে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সর্বোচ্চ মানুষ ও বক্তারা দাবি করেন করেন ।