ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৯ জুন : রমজানের তাড়াবি নামাজ পড়তে এসে প্রেমের ফাঁদ । । পুলিশের সহযোগিতায় বিয়ে। যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর পানির পাম্পের গলিতে গত রমজানে মেয়েদের তাড়াবি নামাজ পড়ানো হতো বাদল সাংবাদিকের ছয়তলা বাড়ীর তিন তলাতে। তাড়াবি পড়ার ছলে এক বখাটে মেয়ে ইমাম সাহেবকে প্রেমের ফাঁদে ফেলে গতকাল রাত্রে বিয়ে করে। বিবাহে উপস্থিত ছিলেন কদমতলী থানার এস আই মোঃ জলিল। আরো অনেক খানার পুলিশ। পুলিশ এই বিয়েতে অনেক আগ্রহ দেখা যায়। মেয়েটির পূর্ব আরেকটি বিয়ে করে ব্লাক মেইলিংয়ের সংবাদ পাওয়া যায়।