বাংলাদেশে কাজ করতে সব সময়ই ভালোবাসি: শ্রাবন্তী

SHARE

image-5763-1529932664ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,২৫ জুন :  কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান কক্সবাজারে শুটিং শেষে ঢাকায় ফিরছেন। শেষ পর্যায়ে ‘যদি একদিন’ সিনেমার শুটিং। আগামী দুদিন ঢাকায়ও শুটিং করবেন সিনেমার পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

শ্রাবন্তী বলেন, ‘আমরা কক্সবাজারের অংশের শুটিং শেষ করেছি। এখন ঢাকায় ফিরছি। আগামীকাল একটি সংবাদ সম্মেলন করব। তারপর আরও দুদিন শুটিং করব। তা হলেই শেষ হবে ‘যদি একদিন’র শুটিং। আমি এ পর্যন্ত যেভাবে চিন্তা করেছি, সেভাবেই সিনেমার কাজটি শেষ করার চেষ্টা করেছি। আশা করি, সবার কাছে সিনেমাটি ভালো লাগবে।’

তিনি বলেন, ‘আমি বাংলাদেশে কাজ করতে সব সময়ই ভালোবাসি। রাজ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। এখানকার সবাই অনেক আন্তরিক। এখানে কাজ শেষ হয়ে যাচ্ছে দেখে মনটা একটু খারাপ লাগছে। আমি কাজটি অনেক উপভোগ করেছি। আশা করি, সবাই কাজটি পছন্দ করবেন।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ সিনেমাতে তাহসান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, শিশুশিল্পী আফরীন শিখা রাইসা প্রমুখ।