ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৩ জুন : আগামী জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ এখন মর্যাদার দেশ। এ বছর ডিসেম্বর মাসে বাংলাদেশে আওয়ামী লীগ আরেকটি বিজয় ছিনিয়ে আনবে।
আজ শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কথাগুলো বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন তিনিই পাবেন, যে জরিপে এগিয়ে আছেন। প্রতি ৬মাস পর পর জরিপ হচ্ছে এবং সে জরিপের রিপোর্টের ওপর ভিত্তি করে মনোনয়ন দেওয়া হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদকরা।