ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নরসিংদী প্রতিনিধি,১৯ জুন : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাবা ও দুই মেয়ে নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নরসিংদী শহরতলির হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মিয়া নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি শহরের বিলাসদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে হাফেজ মিয়া তার স্ত্রী রুমা আক্তার ও দুই মেয়েকে নিয়ে শহরতলির বাদুয়ারচর এলাকায় ঘুরতে যান। এ সময় স্ত্রী রুমা আক্তার নিরাপদে রেলসেতু পার হতে পারলেও হাফেজ মিয়া এবং তার সঙ্গে থাকা তারিন ও কোলে থাকা তুলি আক্তার ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের ধাক্কায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।