ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিলেট প্রতিনিধি,১৮ জুন : আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ব্যক্তিগত কোনো চিন্তাভাবনা না থাকলেও দলের সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমার আসনে (সিলেট-১) খালেদা জিয়া ও এরশাদ প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। তবে খালেদা জিয়ার চেয়ে এরশাদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করি। কারণ এরশাদের আমলে সিলেটে অনেক উন্নয়ন হয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন। মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করছেন।’