ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,১৭ জুন : কুমিল্লা মেঘনায় ঈদের দিন অসহায় পিতার আত্মহত্যা। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি,কিন্তু কারো কারো জীবিনে ঈদ খুশি নিয়ে আসে না,ঈদে পরিবারের জন্য নতুন জামা কিনতে না পারার আক্ষেপে এক পিতার আত্মহত্যা এর ঘটনা ঘটেছে,প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের মাতাবেরকান্দি গ্রামে শুক্রবার সকালে নূর মিয়ার ছেলে জালু মিয়া (৪০),তার পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে না পারায় পরিবারের সাথে কথাকাটাকাটি হয়,এক পর্যায়ে সে দুক্ষে কষ্টে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।।