গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

SHARE

full_image-35624-1529126763ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৬ জুন : মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টা থেকে তিনি সরকারি বাস ভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। প্রথমে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানানোর পর সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা বলেন, এদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। এ লক্ষ্য নিয়েই এবারের বাজেট দেওয়া হয়েছে।