ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৫ জুন : রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম ফরহাদ হোসেন। তিনি বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ জানান, উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। তিনি জানান, জুমার নামাজ পড়ে ফরহাদ হোসেন বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হলে ঘটনাস্থলেই মারা যান।
তবে কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে জানান তিনি।
ডিএমপির সহকারী কমিশনার (বাড্ডা) আশরাফুল ইসলাম জানান, দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসেছিল। তারা গুলি করে দ্রুত চলে যায়।