সৌদি আরবে আজ শুক্রবার ঈদ

SHARE

full_hhhhhfvওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আন্তর্জাতিক প্রতিনিধি,১৫ জুন : সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার সৌদিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার ঈদ ঘোষণা করেছে। খবর: আল-আরাবিয়ার।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের চার উপজেলার কয়েকশ গ্রামের মুসল্লিরা শুক্রবার ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।