ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কিশোরগ্জ্ঞ প্রতিনিধি,১২ জুন : কিশোরগঞ্জ জেলার নিকলীতে ১৬টি একশত টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কারিগর সুমন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের দড়িগাংগাটিয়া গ্রামের মহরত আলীর ছেলে। র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট এম শোভন খান জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নিকলী উপজেলার আলীয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় জালটাকা তৈরির কালার প্রিন্টার, ১৬টি একশত টাকার জাল নোটসহ জালটাকা তৈরির কারিগর সুমনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।