ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিবেদক,০৪ জুন : জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার মেঘনা ও হোমনা উপজেলা একত্রে রেখে সংসদীয় এলাকা কেন নয়-হাই কোর্টের রুল জারি। একসঙ্গে রেখে সংসদীয় এলাকা কেন ঘোষনা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে ওই সংসদীয় এলাকায় পৃথক করে নির্বাচন কমিশনের প্রকাশ করা গেজেট কেন অবৈধ ঘোষনা করা হবে না,রুল তাও জানতে চাওয়া হয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদেশে আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার,নির্বাচন কমিশন সচিব,কুমিল্লার জেলা প্রশাসক,আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসার,মেঘনা, হোমনা,তিতাস ও দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি আটর্নি জেনারেল অমিত তালুকদার।