বাংলাদেশের মাদকবিরোধী অভিযানে ‘নজর’ রাখছে জাতিসংঘ

SHARE

full_United_Nations_Sri-lanka_Newsওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ জুন : বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে গভীরভাবে ‘নজর’ রাখছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে সদস্য দেশগুলোকে মাদক নিয়ন্ত্রণে ভারসাম্য এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে তিনটি আন্তর্জাতিক কনভেনশনেরও উল্লেখ করেছে ইউএনওডিসি।

জাতিসংঘের মাদক এবং অপরাধবিরোধী সংস্থাটির বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মান ও রীতিনীতির সঙ্গে সঙ্গতি রেখে যথাযথ আইনি সুরক্ষার আওতায় অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যাপারে আমরা সবকটি দেশের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত রয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরুর পর দুই সপ্তাহে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযান চালানোর সময় গোলাগুলিতে কিংবা মাদক বিক্রেতাদের অভ্যন্তরীণ কোন্দলে তাদের মৃত্যু ঘটেছে।

এদিকে শনিবার (২জুন) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, চলমান মাদকবিরোধী অভিযানে কোনও নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। আর যদি কোনও পুলিশ সদস্য নিরীহ মানুষকে হয়রানি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।