কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

SHARE

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা bc-2-20180530084859ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কুষ্টিয়া প্রতিনিধি,৩০ মে :  কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভপতি নাজমুল হোসেন (২৭) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ায় নাজমুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নাজমুলের বাবা সাংবাদিকদের বলেন, রাতে নাজমুল ও তার স্ত্রী উর্মি খাতুন নিজ ঘরে ছিল। গভীর রাতে নাজমুলের ঘর থেকে গুলির শব্দ পেয়ে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জনি জানান, মাথার ডান পাশে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে নাজমুলকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা এখনই বলা যাচ্ছে না। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।