ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,৩০ মে : ঈদে মুক্তি পাচ্ছে অ্যাকশন সিনেমা সুপারহিরো। ঢালিউডের কিং খানের বিপরীতে বুবলী। দেশের বিভিন্ন দর্শনীয় স্পটের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও হয়েছে সিনেমার দৃশ্যধারণ। পরিচালক বলছেন, ঈদে সবচেয়ে বেশি দর্শকের চোখ থাকবে সুপারহিরোতেই।
নিজের প্রথম সিনেমা গ্যাংস্টার রিটার্নসেই অ্যাকশন ছবির মুন্সিয়ানা দেখিয়েছেন আশিকুর রহমান। এবার তার সুপারহিরো কিং খান শাকিব।
একটি মাত্র আইটেম সং বাকি, বাকি সেন্সরও, তবে ঈদে সিনেমাহলে সুপারহিরোর মুক্তি প্রায় নিশ্চিত। ছবিতে বুবলির অ্যাকশন দৃশ্যেও মুগ্ধ হবে দর্শক।
শাকিব-বুবলি ছাড়াও এ চলচ্চিত্র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি ও শম্পা রেজা। পরিচালকের দাবি, দেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে এই সিনেমা।
এবারের ঈদে সুপারহিরো ছাড়াও শাকিব খানের আরো তিনটি সিনেমা মুক্তির পেতে পারে।