২০১৫-১৬ করবর্ষে ১৫৩৭ কোটি টাকা আয়কর আদায়

SHARE

416২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত ৮ লাখ ১৫ হাজার ৮শ ৯৪টি আয়কর রিটার্ন জমা পড়েছে এবং এর বিপরীতে আয়কর আদায় হয়েছে এক হাজার ৫শ ৩৭ দশমিক ৩৮ কোটি টাকা। এছাড়া সময় বৃদ্ধির জন্যে আবেদন করেছেন দুই লাখ ৭৬ হাজার ১শ ৩৮ জন করদাতা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২০১৪-১৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ পর্যন্ত  পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ৯শ ২টি আয়কর রিটার্ন জমা পড়েছিল এবং আয়কর আদায় হয়েছিল এক হাজার ৩শ ৯০ দশমিক ৩৬ কোটি টাকা। সময় বৃদ্ধির জন্যে আবেদন করেছিলেন এক লাখ ৯৩ হজার ৭শ ২১ জন করদাতা।

এ বছর সময় বৃদ্ধির আবেদনকারীসহ রিটার্ন দাখিল করেছেন মোট ১০ লাখ ৯২ হাজার ৩২ জন করদাতা যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২৭ শতাংশ বেশি। রিটার্নের সঙ্গে পরিশোধিত মোট আয়করের ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

যে সকল করদাতা ২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি কিংবা সময় বৃদ্ধির আবেদনও করেননি, তাদের বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।