ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিবেদক,২৮ মে : দাউদকান্দির গৌরীপুরের দক্ষিণ পেন্নাই হতে মাদক ব্যবসায়ী জহিরকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয় পুলিশ।
জানা যায়, ২৭ মে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নির্দেশে এ অভিযানের নেতৃত্ব দেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ.স.ম আবদুর নূর।
তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে রোববার রাত সাড়ে নয়টায় এস.আই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয়ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী জহিরকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।