মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযান

SHARE

image-2547-1527318148ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ষ্টাফ রিপোর্টার,২৬ মে :  রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পকে চারপাশ থেকে ঘিরে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার সকাল থেকে এ ক্যাম্প ঘিরে র‌্যাবের কয়েকটি দলের অভিযানে শতাধিক ব্যক্তিকে আটকও করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, র‌্যাব অবাধেই অভিযান চালাচ্ছে। যে তথ্য আমাদের কাছে আছে এবং আমরা চাই যে মাদক ব্যবসার সঙ্গে যারা সম্পর্কিত আছে, আমরা তা নির্মূল করতে চাই। আমরা এখানকার কমিউনিটিকে অনুরোধ করেছি, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি।

সকাল সাড়ে ১০টায় র‌্যাবের গোয়েন্দা, ডগ স্কোয়াড এবং র‌্যাব-২ এর সদস্যরা পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলে। এর পর ক্যাম্পের বিভিন্ন গলিতে শুরু হয় তল্লাশি।

অভিযান টের পেয়ে অনেকে মাদকদ্রব্য রাস্তায় ফেলে দেয় বলে জানান র‌্যাব সদস্যরা।

গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।

কয়েকজন নারীসহ শতাধিক ব্যক্তিকে আটক করতেও দেখা যায়।

সংখ্যা জানতে চাইলে সুনির্দিষ্ট কিছু না জানিয়ে মুফতি মাহমুদ বলেন, আটকের জিজ্ঞাসাবাদ করে যাচাইয়ের পর এ বিষয়ে তথ্য বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, র‌্যাব ও পুলিশের অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ গত ১১ দিনে ৬৩ জন মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।