ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,দিনাজপুর প্রতিনিধি,২৬ মে : দিনাজপুর সদর উপজেলার রামসাগর ও বীরগঞ্জ উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩টা দিকে এ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে বীরগঞ্জে বিপুল মাদক পাচারের খবর পেয়ে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবকে লক্ষ্য করে সাবদারুল গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আরো বলেন, পরে তার কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা, প্রায় দুই কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় আহত হন দুই র্যাব সদস্য।
অপরদিকে রামসাগরে ঘটা বন্দুকযুদ্ধের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।