ডিমলায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

SHARE

image-2174-1527064733ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ডিমলা (নীলফামারী) ,২৩ মে :  গতকাল মঙ্গলবার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ বাজার থেকে মৃত:বছির উদ্দিন (খোকা) এর পুত্র হামিদুল ইসলাম (৪২) কে গোপন সংবাদের ভিত্তিতে ০২ বোতল ফেন্সিডিল সহ আটক করেন ডিমলার এস.আই ফারুক ফিরোজ এর নেতৃত্বে এস.আই মাসুদ, এস.আই মোস্তফা, এস.আই জহুরুল ও সঙ্গীয় ফোর্স সহ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 

পৃথক আরেক অভিযানে বুধবার দুপুরে গয়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল আজিজের পুত্র আব্দুল কাদের (৫০) কে ২০০ গ্রাম গাজা সহ আটক করে ডিমলা থানার এস.আই আব্দুর রউফ।  জানা গেছে হামিদুল ইসলাম ও আব্দুল কাদের দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে ইতিপূর্বে কয়েক বার জেল খেটে এসেছে, তবে ব্যবসা সে ছাড়ে না।

 

সারা দেশের ন্যায় ডিমলাতেও মাদকদ্রবী অভিযান চলছে বলে ডিমলা থানার নব্য দায়িত্বপ্রাপ্ত ওসি মফিজ উদ্দিন শেখ জানিয়েছেন। মাদক ব্যবসায়ী একজনকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে অপর জনকে জেল হাজতে পাঠানো প্রস্তুতি চলছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং- ১৭, তাং- ২৩ মে- ২০১৮। ঘটনার সত্যতা নিশ্চিত করে।