ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ষ্টাফ রিপোর্টার,২২ মে : কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা ও নড়াইলে মানহানি মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি শুরু হবে দুপুর আড়াইটায়। রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এই সময় ঠিক করেছে আদালত।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে এ দুটি জামিন আবেদনের শুনানি হবে। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলাটি হয় নড়াইলে।
এছাড়া, কুমিল্লার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেক মামলায় জামিন আবেদন করা হলেও শুনানির জন্য তা কার্যতালিকায় আসেনি।
এদিকে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি ও ভুয়া তথ্য দিয়ে দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকায় করা মানহানির দুটি মামলায় হাইকোর্টে আজ জামিন আবেদন করেছেন খালেদা জিয়া।