নির্বাচনে অংশ নেয়া প্রশ্নে নতুন কৌশলে বিএনপি

SHARE

10121ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ষ্টাফ রিপোর্টার,২১ মে : খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হওয়ায় নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে নতুন কৌশলে এগুচ্ছে বিএনপি। ২০ দলীয় জোটের বাইরে থাকা সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে, প্রয়োজনে আরও বেশি ছাড় দেয়ার মানসিকতা নিয়ে মাঠে কেন্দ্রীয় নেতারা। নতুন এ উদ্যোগকে সফল করতে দলের নেতাদের সঙ্গে লন্ডন থেকে যোগাযোগ রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

প্রায় এক যুগ ক্ষমতার বাইরে বিএনপি। ভোট সামনে রেখে সমমনা দল নিয়ে বড় জোট গড়ার চেষ্টা প্রথম দফা সফল না হলেও খালেদা জিয়ার সাজা হওয়ার পর নেয়া হয় নতুন কৌশল।

সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এক অনুষ্ঠানে জাতীয় ঐক্যে একমত হন ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কজন নেতা।

আর এই প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে বলে জানান। সম্প্রতি লন্ডনে তারেকের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে তার।

বিএনপি জোটের বাইরে থাকা দলগুলোর সঙ্গে লক্ষ্য-উদ্দেশ্যে মিল থাকায় ঐক্য প্রক্রিয়া ও আন্দোলন সফল হবে বলেও আশা দলটির। জ্যেষ্ঠ নেতারা বলছেন, এবারের আন্দোলন ব্যর্থ হলে বড় সংকটে পড়বে দেশ।

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি নির্বাচনে যাবার সম্ভাব্য দিকগুলোও বিবেচনা করছে বিএনপি।