ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ভোলা প্রতিনিধি,২০ মে : ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল ৫ টায় লাশটি উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান, উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কামার খালের দক্ষিনপার্শ্বে মেঘনা নদীর তীরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তবে এটি অপমৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি।