আ.লীগকে একতরফা নির্বাচনের ফাঁদে ফেলতে চায় বিএনপি: কাদের

SHARE

11938ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ষ্টাফ রিপোর্টার,২০ মে : আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের ফাঁদে ফেলতে চায় বিএনপি, তাদের সে সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সকালে টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে ওবায়দুল কাদের আরো বলেন , বিএনপি আগামী নির্বাচনে না আসলে অন্যরা অংশ নেবে। আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

খুলনায় অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ায় বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। অযৌক্তিক ও অবান্তর অভিযোগ না করে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।